Monday, August 17, 2015

অপ্রতিরোধ্য চাটমোহর


​চাটমোহর দর্পন গ্রপ থেকে ফেসবুক ব্যবহারকারী সহ সকলকে আন্তরিক শু্ভেচ্ছা ও অভিনন্দন। চাটমোহর দর্পনের অদর্শ ও উদ্দেশ্য মূলত- চাটমোহরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিমন্ডলকে সুন্দর ভাবে উপস্থাপন করা। পাশাপাশি জাতীয় ও আন্ডর্জাতিক ঘটনা প্রবাহকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে মূল্যায়ন করা।

আমরা হুমায়ুন আজাদের একটি প্রবাদে মনযোগী হতে চাই..........

"শৃংখল প্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম"

আমরা স্বাধীনভাবে প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটানোর পক্ষে তবে কোন বিষয়কে কেন্দ্র করে ব্যক্তি আক্রোশ মূলক কমেন্ট কিংবা গ্রুপের জন্য অমঙ্গলজনক কোন মতামতকে সাপোর্ট করব না।

পরিশেষে কবিগুরুর সাথে সুর মেলাতে চাই...............

ছাড়িস না ধরে থাক এটে
ওরে হবে তোর জয়,
অন্ধকার যায় বুঝি কেটে
ওরে আর নেই ভয় ।।

আপনার চারপাশের সমস্যা, সম্ভবনা, সাংস্কৃতি, রম্য রচনা, কবিতা, ছড়া, কৌতুক
সহ আপনার মতামত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আসুন আমরা আমাদের প্রিয় চাটমোহরকে একটি মডেল হিসাবে গড়ে তুলি।

No comments:

Post a Comment