Tuesday, August 18, 2015

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


আমরা যারা বিল এলাকার মানুষ, তারা আজও উন্নত প্রযুক্তির সাথে পরিচিত নয়। বেকার সমস্যায় জর্জড়িত। কিন্তু আমাদের একটু সচেতনতা, একটু সাহায্যের মনোভাবই পারে এই এলাকার বেকার যুব সমাজকে বেকারত্বের কষাঘাত থেকে মুক্তি দিতে। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে অনেক কর্মসূচীর ঘোষনা দিয়েছে, কিন্তু আমাদের এলাকার যুব সমাজ আজও সেই সব কর্মসূচীর সুফল পেতে শুরু করেনি। আমাদের মধ্যে দুই একজন ব্যাক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও জনসচেতনতার অভাবে ইচ্ছে থাকা সত্বেও মানুষের মাঝে পৌছে দিতে পারছে না প্রযুক্তির জ্ঞান। অথচ আমাদের সুযোগ রয়েছে ফ্রিল্যান্সিং করে গড়ে ২৫০০ ডলার বা ১৯৭৫০০ টাকা মাসিক উপার্জনের। তাই এক্ষেত্রে প্রযুক্তিতে এগিয়ে থাকা মানুষগুলির সাহায্য একান্ত দরকার, সেই সাথে দরকার জনসচেতনতা। তাই গ্রুপের সকলের কাছে অনুরোধ করছি সবাই নিজের সাধ্যমত এগিয়ে আসুন, আপনার কল্যাণে অন্তত একজন মানুষও যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায় বেচে যাবে একটি পরিবার। আর আপনার নিজের কাছেও অনেক ভাল লাগবে এই ভেবে যে অন্তত একজনের জন্য হলেও আপনি কিছু করেছেন।

No comments:

Post a Comment