Monday, August 17, 2015

প্রিয় সদস্যবৃন্দের মনোযোগ আকর্ষন করছি

প্রিয় সদস্যবৃন্দের মনোযোগ আকর্ষন করছি।
-----------------------------------------------------------------------
'সত্যের তরে নই একা'----এই শ্লোগানকে সাথে নিয়ে শুরু করেছে যাত্রা " জাগ্রত পাবনার চলনবিল" পেজ।মুলত বর্ণিত এলাকা কেন্দ্রিক ইতিহাস/ঐতিহ্য/কৃষি/প্রযুক্তি/সমস্যা/শিক্ষা/অসংগতি তুলে ধরে একটি যৌক্তিক বিতর্কের মাধ্যমে ভাল জিনিসকে বাছাই করা এবং সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করা।
আপনাদের দুর্নিবার আকর্ষনে খুব অল্প সময়েই এর সদস্য সং্খ্যা চার ডিজিট ছুয়েছে। প্রত্যেকদিন বহু মেম্বার রিকোয়েস্ট আসছে, অনেকে স্প্যামের কথাও বলছেন। সেজন্য আপ্নাদের বিবেচনার নিমিত্তে একটা খসড়া আচরণ বিধি নিম্নে উপ্সথাপন করছি:-------
১) বর্ণিত উদ্দেশ্য এর সাথে সংগতিহীন বিষয় পোস্ট করা যাবে না।
২) ব্যক্তি প্রচারকে নিরুৎসাহিত করা হলো। তবে বিষয়ের সাথে সংশ্লিষ্টতা থাকলে সেটি করা যেতে পারে।
৩) রাজনৈতিক বিষয় আলোচিত হলেও কোন ব্যাক্তিকে সরাসরি আক্রমণ করা যাবে না।
৪) অশ্লীল কিংম্বা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন পোস্টকে তাৎক্ষনিক ডিলিট করা হবে।
৫) শিশুদের জন্য ভীতিকর কিছু পোস্ট করা যাবে না।
৬) কারো সাফল্য/মুক্তিযুদ্ধ সম্পর্কিত ইতিহাস সব চাইতে গুরুত্ব দিয়ে প্রচার করা হবে।
৭) চলমান উন্নয়ন কাজের অসংগতি তুলে ধরতে হবে।
৮) নিউজ আপডেট/ঘোষনা এগুলোকে উৎসাহিত করা হচ্ছে।
৯) কোন বিষয় তাৎক্ষনিকভাবে কতৃপক্ষের নজরে আনতে চাইলে পোস্ট করুন।
সবাইমিলে আসুন চেষ্টা করি পরিবর্তনের এই স্রোতের বেগ আরো বাডান যায় কিনা।অন্য পোস্টের কথা বলতে পারব না তবে এখানকার সকল পোস্ট কমেন্ট/লাইক এর অগ্রাধিকারের গ্যারান্টি রইল।
ভাল থাকবেন।

No comments:

Post a Comment