Friday, September 4, 2015

সাপের বিষের প্রতিশোধক "এন্টি ভেনম"

সাপের বিষের প্রতিশোধক "এন্টি ভেনম" ভীত না হয়ে আক্রান্ত রোগীকে নিয়ে চিকিৎসকের শরনাপন্ন হোন।
-------------------------------
একটা সময় ছিল যখন বিষাক্ত সাপের কামড় মানে ছিল নির্ঘাত মৃত্যু; কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা সাপের কামড়ে মানুষের মৃত্যুহার অনেকাংশে কমেছে।সময়ের সাথে সাথে আবিষ্কার হয়েছে "এন্টি ভেনম"
সাপের কামড়ের সনাতন চিকিৎসা ঝাড়ফুঁক ওঝা,দুধ ও গোবর থেকে দূরে থাকুন।

Wednesday, August 19, 2015

চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা

আজ দুপুরে চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানের আগে মেয়র মির্জা রেজাউল করিম দুলাল-এর সাথে সংবাদকর্মীরা।

Tuesday, August 18, 2015

বিল বাঁচলে অামরা বাঁচবো‬


​কৃষি ও মৎস্য আহরণই "চলনবিল" অঞ্চলের মানুষের মূল পেশা। তবে তাদের অধিকাংশই শুধু শ্রম বিক্রেতা। "চলনবিল" অঞ্চল সবদিক থেকে পশ্চাৎপদ। যেমন: শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি। শিক্ষার হার খুবই কম। এছাড়া প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার, মাতৃ ও শিশু মৃত্যুর হার সর্বোচ্চ এখানে। উন্নত চিকিৎসাসেবা দুষ্প্রাপ্য। বর্ষার প্লাবনের সময়ে কোন কর্মসংস্থান থাকে না, রেনু মাছ নিধন করে চলে কিছু মানুষের জীবন-জীবিকা। এই "চলনবিল"কে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে বিলের মৎস্য সম্পদ, প্রাকৃতিক প্রাণীকুলকেও আর সে জন্য জাগাতে হবে "চলনবিলে"র মানুষকে। "চলনবিল" এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ব্যাবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। "বিল" উন্নয়ন এবং এর প্রাকৃতিক পরিবেশ সহায়ক একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণ ও কার্যকর করার কোন উদ্যোগ প্রকৃতপক্ষে আজও নেয়া হয়নি। তাই "চলনবিল" উন্নয়ন বোর্ড গঠন করে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ও বাস্তবসম্মত পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং একটি প্রাতিষ্ঠানিক মাধ্যমে অর্থ ব্যয়সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি বহু পুরোনো। "চলনবিল" উন্নয়নে উল্লেখযোগ্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হলে এর মাধ্যমে "চলনবিল" উন্নয়নের লক্ষ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে "চলনবিল" এলাকার উন্নয়ন করা হলে তা যেমন এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে তেমনি জাতীয় উন্নয়নেও তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অামাদের "হাবলাসারি" বিলের "পাবদা".!!!


​বলাসারি" বিলের "পাবদা".!!!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


আমরা যারা বিল এলাকার মানুষ, তারা আজও উন্নত প্রযুক্তির সাথে পরিচিত নয়। বেকার সমস্যায় জর্জড়িত। কিন্তু আমাদের একটু সচেতনতা, একটু সাহায্যের মনোভাবই পারে এই এলাকার বেকার যুব সমাজকে বেকারত্বের কষাঘাত থেকে মুক্তি দিতে। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে অনেক কর্মসূচীর ঘোষনা দিয়েছে, কিন্তু আমাদের এলাকার যুব সমাজ আজও সেই সব কর্মসূচীর সুফল পেতে শুরু করেনি। আমাদের মধ্যে দুই একজন ব্যাক্তিগত উদ্যোগে এগিয়ে এলেও জনসচেতনতার অভাবে ইচ্ছে থাকা সত্বেও মানুষের মাঝে পৌছে দিতে পারছে না প্রযুক্তির জ্ঞান। অথচ আমাদের সুযোগ রয়েছে ফ্রিল্যান্সিং করে গড়ে ২৫০০ ডলার বা ১৯৭৫০০ টাকা মাসিক উপার্জনের। তাই এক্ষেত্রে প্রযুক্তিতে এগিয়ে থাকা মানুষগুলির সাহায্য একান্ত দরকার, সেই সাথে দরকার জনসচেতনতা। তাই গ্রুপের সকলের কাছে অনুরোধ করছি সবাই নিজের সাধ্যমত এগিয়ে আসুন, আপনার কল্যাণে অন্তত একজন মানুষও যদি বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায় বেচে যাবে একটি পরিবার। আর আপনার নিজের কাছেও অনেক ভাল লাগবে এই ভেবে যে অন্তত একজনের জন্য হলেও আপনি কিছু করেছেন।

Monday, August 17, 2015

অপ্রতিরোধ্য চাটমোহর


​চাটমোহর দর্পন গ্রপ থেকে ফেসবুক ব্যবহারকারী সহ সকলকে আন্তরিক শু্ভেচ্ছা ও অভিনন্দন। চাটমোহর দর্পনের অদর্শ ও উদ্দেশ্য মূলত- চাটমোহরের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিমন্ডলকে সুন্দর ভাবে উপস্থাপন করা। পাশাপাশি জাতীয় ও আন্ডর্জাতিক ঘটনা প্রবাহকে বস্তুনিষ্ঠতার ভিত্তিতে মূল্যায়ন করা।

আমরা হুমায়ুন আজাদের একটি প্রবাদে মনযোগী হতে চাই..........

"শৃংখল প্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম"

আমরা স্বাধীনভাবে প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় ঘটানোর পক্ষে তবে কোন বিষয়কে কেন্দ্র করে ব্যক্তি আক্রোশ মূলক কমেন্ট কিংবা গ্রুপের জন্য অমঙ্গলজনক কোন মতামতকে সাপোর্ট করব না।

পরিশেষে কবিগুরুর সাথে সুর মেলাতে চাই...............

ছাড়িস না ধরে থাক এটে
ওরে হবে তোর জয়,
অন্ধকার যায় বুঝি কেটে
ওরে আর নেই ভয় ।।

আপনার চারপাশের সমস্যা, সম্ভবনা, সাংস্কৃতি, রম্য রচনা, কবিতা, ছড়া, কৌতুক
সহ আপনার মতামত প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আসুন আমরা আমাদের প্রিয় চাটমোহরকে একটি মডেল হিসাবে গড়ে তুলি।

বিলপাড়ের কৃষকের সিজনাল জীবনযাত্রা




​---------------*-------------------
বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের বাজারজাত করনের পূর্ব মুহুর্ত

আমাদের বিলপাড়ের জীবন

আমাদের বিলপাড়ের জীবন

কখনো কখনো না পাকতেই অসময়ে ধান ডুবে- জেগে উঠে কৃষকের কষ্ট।

প্রিয় সদস্যবৃন্দের মনোযোগ আকর্ষন করছি

প্রিয় সদস্যবৃন্দের মনোযোগ আকর্ষন করছি।
-----------------------------------------------------------------------
'সত্যের তরে নই একা'----এই শ্লোগানকে সাথে নিয়ে শুরু করেছে যাত্রা " জাগ্রত পাবনার চলনবিল" পেজ।মুলত বর্ণিত এলাকা কেন্দ্রিক ইতিহাস/ঐতিহ্য/কৃষি/প্রযুক্তি/সমস্যা/শিক্ষা/অসংগতি তুলে ধরে একটি যৌক্তিক বিতর্কের মাধ্যমে ভাল জিনিসকে বাছাই করা এবং সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করা।
আপনাদের দুর্নিবার আকর্ষনে খুব অল্প সময়েই এর সদস্য সং্খ্যা চার ডিজিট ছুয়েছে। প্রত্যেকদিন বহু মেম্বার রিকোয়েস্ট আসছে, অনেকে স্প্যামের কথাও বলছেন। সেজন্য আপ্নাদের বিবেচনার নিমিত্তে একটা খসড়া আচরণ বিধি নিম্নে উপ্সথাপন করছি:-------
১) বর্ণিত উদ্দেশ্য এর সাথে সংগতিহীন বিষয় পোস্ট করা যাবে না।
২) ব্যক্তি প্রচারকে নিরুৎসাহিত করা হলো। তবে বিষয়ের সাথে সংশ্লিষ্টতা থাকলে সেটি করা যেতে পারে।
৩) রাজনৈতিক বিষয় আলোচিত হলেও কোন ব্যাক্তিকে সরাসরি আক্রমণ করা যাবে না।
৪) অশ্লীল কিংম্বা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন পোস্টকে তাৎক্ষনিক ডিলিট করা হবে।
৫) শিশুদের জন্য ভীতিকর কিছু পোস্ট করা যাবে না।
৬) কারো সাফল্য/মুক্তিযুদ্ধ সম্পর্কিত ইতিহাস সব চাইতে গুরুত্ব দিয়ে প্রচার করা হবে।
৭) চলমান উন্নয়ন কাজের অসংগতি তুলে ধরতে হবে।
৮) নিউজ আপডেট/ঘোষনা এগুলোকে উৎসাহিত করা হচ্ছে।
৯) কোন বিষয় তাৎক্ষনিকভাবে কতৃপক্ষের নজরে আনতে চাইলে পোস্ট করুন।
সবাইমিলে আসুন চেষ্টা করি পরিবর্তনের এই স্রোতের বেগ আরো বাডান যায় কিনা।অন্য পোস্টের কথা বলতে পারব না তবে এখানকার সকল পোস্ট কমেন্ট/লাইক এর অগ্রাধিকারের গ্যারান্টি রইল।
ভাল থাকবেন।

আমাদের চলনবিল অপসংস্কৃতি বেহায়াপনার নীল আগ্রাসন ও তার নেপথ্যে

                               আমাদের চলনবিল
অপসংস্কৃতি বেহায়াপনার নীল আগ্রাসন ও তার নেপথ্যে

______________ইমরান আল আতিক


"''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
চলনবিল অধ্যুষিত আমরা চাটমোহর বাসী। আমাদের আছে গৌরবান্বিত ঐতিহ্য মন্ডিত হাজারো ইতিহাস। আছে নামীদামি ব্যাক্তিত্ব। সেই পুর্ব কাল হতে আজ অবদি পর্যন্ত।
অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক , সাংস্কৃতিক তথা সকল ফরম্যাটে আমরা মাথা উচু করেই টিকে আছি যুগ যুগ ধরে।
*** চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহ্য মন্ডিত সৈকত জুরা বিনোদিত একটি বিল। যার বিস্তৃতি কয়েকটা জেলার বিস্তীর্ণ জায়গা জুরে। যুগে যুগে এই বিলে হাজারো দেশি বিদেশী পর্যটক এসে মুগ্ধ হয়ে গেছে। বিশালাকার ঢেউ, সুর্যোদয় ও সুর্যাস্ত, বিস্তীর্ণ সবুজ মাঠ, কয়লা ও গ্যাসের খনি সহ হাজারো অলঙ্কারে সজ্জিত এ বিল সর্বজন বিনোদিত। এ বিলকে নিয়ে অনেক গবেষণা ও সমালোচনা হয়েছে। গরে উঠেছে চলনবিল জাদুঘর ও সংরক্ষনাগার।
আসলে এই বিল নিয়ে আমরা গর্বিত।
**যখন বর্ষায় মুখরিত এই বিল তর্জনে গর্জনে আলোরিত। সকালের রক্তিম সুর্যোদয় ও অপরাহ্নে নীলে লাল আভা বিজরিত সুর্যাস্তের সোপর্দ নিমজ্জিত এক আশ্চর্যজনক মনজ্ঞ দৃশ্য উপহার দেয়। তখন দুর দুরান্ত থেকে এসে উপচে পরা ভির জমায় চলনবিল পাড়ে হাজারো বিনোদিত মানুষ। বউ,বাচ্চা সহ সপরিবারে হাজির হয় চাকুরে, ব্যাবসায়ী, ছাত্রসহ নানা পেশাজীবী মানুষ। নানান নাট্যকলা ও চলচিত্রের শুটিং নিয়ে ব্যাস্ত থাকে অনেক প্রযোজনা মিডিয়া। পিকনিক, নৌকা বিলাস, মেলা , আর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় ব্যাস্ত ও মুুখরিত থাকে পুরোটা বর্ষাকাল।
বর্ষার মাতুম মাতিয়ে রাখে বিল পারের লাখো মানুষকে।
* চলনবিলকে নিয়ে আমরা যেমন গর্বিত ঠিক তেমনি কিছু সমালোচিত ঘটনায় বিচলিত ও বটে। যার নেপথ্যে রয়েছে কিছু অসামাজিক বেহায়াপনা ও অপসংস্কৃতির নীল আগ্রাসন। যা সমাজকে হঠাত করেই চমকে দিতে পারে। চোখ দুটি কপাল থেকে চাদি পর্যন্ত উঠিয়ে ভাবাতে পারে এসকল কার্যকলাপ।
শোনা যায় এবং দেখা যায় চলনবিল পারে কিছু কিছু জায়গায় বিকেল থেকে গভির রাত অবদি জমে উঠে মাদকের ভয়াল আসর। ফেনসিডিল, আর গাজার আড্ডা চলে খুব জমজমাট ভাবে। যদিও তারা লোক চক্ষুর আরালে এগুলো করে থাকে বলে তারা ধরাছোঁয়ার বাহিরে থাকে। কিছু কিছু জায়গাতে কি পরিমানে মাদক ব্যাবহার করা হয় তা কেবল রাস্তার পাশ দিয়ে পানিতে ভাসা ফেনসিডিলের ডজন ডজন খালি বোতল দেখলেই বুঝা যায়।
সমাজের কিছু দুষ্কৃতিকারী এলাকার প্রভাবশালী লোকজন ও পুলিশের অসাধু ছত্রছায়ায় এসব মাদক অতি সহজেই পৌছে যায় একজন মাদক সেবির কাছে।
শুধু মাদক নয়। চলনবিলের বুকে নৌকা বিলাস নামে দিবারাত্রি চলে অশ্লীল নৃত্য আর দেহ ব্যাবসা। দুর দুরান্তের বিনোদিত উৎসুক জনতাদের আকৃষ্ট করে মোটা অংকের টাকা কামাচ্ছে কিছু অসাধু ব্যাক্তি । এই অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে আমাদের বিলপাড়ের ছাত্রসহ নানা পেশাজীবী মানুষ। যেখানে অপ্রাপ্তবয়স্ক কিছু মানুষেরও আনাগোনা দেখা যায়। আছে হত দরিদ্র কৃষি ও মৎসজীবীদেরও অংশ গ্রহন। দিনে যা রোজগার করে তা উরিয়ে দেয় রাতের অশ্লীল জলসায়।
এতে তারা যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত তেমনি বধুর একটু প্রতিবাদে বেধে যায় কলহ।
চলনবিল অধ্যুষিত আমাদের চাটমোহরে আছে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান। আছে সুশিল সমাজ সেবক ও নেতা। আছে সংবাদপত্র মিডিয়া সাংবাদিক.। আছে শক্তিশালী প্রশাসন।
আমরা যদি এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জোর মোকাবেলা না করি। যদি অবসাদে চলতে দেই এসব মাদক সেবন ও বেহায়াপনা অপসংস্কৃতি। তাহলে দেখবেন একদিন আমার ভাই আপনা সন্তান বা কেউনা কেউ এই ফাদে আটকে যাবে।